Site icon Jamuna Television

তপুর গোলে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

পেনাল্টি থেকে গোল করেন তপু বর্মন

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ডিফেন্ডার তপু বর্মনের গোলে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা।

ম্যাচের ৩ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। ডি বক্সে সাদ উদ্দিনকে বাজেভাবে ফাউল করেন ভুটানের ডিফেন্ডার। সাথে সাথেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করেন তপু বর্মন। আক্রমণের ধারায় ১০ মিনিটের মধ্যে গোলরক্ষকের সঙ্গে আরো একটি ওয়ান টু ওয়ান সুযোগ পেলেও লিড বাড়াতে পারেননি মাহবুবুর রহমান সুফিল। এরপর দুই বার সুযোগ পেয়েও লিড দ্বিগুন করতে পারেননি বিপলু আহমেদও।

২০১৬ সালে ভুটানের কাছে হেরেই আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনে যায় বাংলাদেশ। তাই লাল-সবুজ প্রতিনিধিদের কাছে প্রতিশোধের ম্যাচ এটি। গত তিন আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া বাংলাদেশ এবার শিরোপা জয়ের সন্ধানে। ঘরের মাঠে সবশেষ ২০০৯ সালে সেমিফাইনাল আর ২০০৩ সালে চ্যাম্পিয়ন হবার সুখস্মৃতি আছে বাংলাদেশের।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version