Site icon Jamuna Television

খাগড়াছড়িতে ৬ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটির সময় বাড়লো

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ৬ জন ও পৃথক ঘটনায় একজনসহ সাতজন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরোও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।

সোমবার (গতকাল) তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার থেকে কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, স্বনির্ভর হামলার দিনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সুষ্ঠুৃ তদন্তের স্বার্থে সময় বাড়ানোর আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আরোও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট শনিবার সকালে স্বনির্ভর এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে প্রসীত বিকাশ নেতৃত্বাধীন ইউপিডিএফ’র তিন নেতাকর্মীসহ ৬ জন নিহত হয়।

Exit mobile version