Site icon Jamuna Television

বিএনপি বিদেশিদের ওপর ভর করে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: আমু

বিদেশিদের ওপর ভর করে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বিএনপি। তবে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক আমির হোসেন আমু।

বিএনপির অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ১৪ দলের সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশ জোটের অন্য নেতারা বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে দেশের অসাম্প্রদায়িক জনগণ ঐক্যবদ্ধ আছে। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। তবে ১৪ দল ঐক্যবদ্ধভাবে যেকোনো চক্রান্ত মোকাবেলা করবে। বিএনপি জনগণের ওপর নির্ভর করে নয়, জনগণকে জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। চক্রান্ত মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ১৪ দলের নেতারা।

জোটটির নেতারা আরও বলেন, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই। নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো লাভ হবে না।

/এমএন

Exit mobile version