Site icon Jamuna Television

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১৮ বছরের দাম্পত্যের অবসান

দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (৫১) ও তার স্ত্রী সোফি (৪৮)। তবে তিন সন্তানের স্বার্থে পরিবারের মতোই থাকবেন তারা। খবর বিবিসির।

বুধবার (২ জুলাই) জাস্টিন ট্রুডো তার ইনস্টাগ্রামে ১৮ বছরের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদের ঘোষণা দেন।

ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তার স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজনীয় আইনি ও নীতিগত বিষয়াদি একসঙ্গে সম্পন্ন করেছেন তারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিবারের মতোই থাকবেন তারা। তিন সন্তান যেন নিরাপদে ও ভালোবাসা নিয়ে বেড়ে উঠে সেটি নিশ্চিতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী ও সোফি।

২০০৩ সাল থেকে প্রেমের বন্ধনে জড়ান ট্রুডো ও সোফি। ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। উল্লেখ্য, ১৯৭৭ সালে ট্রুডোর বাবা ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোও তার স্ত্রী মার্গারেটের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটান।

এটিএম/

Exit mobile version