Site icon Jamuna Television

মোনাকোকে হারিয়ে এমিরেটস কাপের ট্রফি আর্সেনালের

ছবি: সংগৃহীত

প্রস্তুতিমূলক টুর্নামেন্ট এমিরেটস কাপে ফরাসি ক্লাব মোনাকোকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ট্রফি জিতেছে আর্সেনাল। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র ছিলো ১-১ গোলে। খবর

বুধবার (২ আগস্ট) ঘরের মাঠ এমিরেট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিলো আর্সেনাল। কিন্তুু স্রোতের বিপরীতে ম্যাচে প্রথম লিড নেয় মোনাকো। ৩১ মিনিটে ইউসুফ ফোফানার গোলে লিড পায় দলটি। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া আর্সেনাল প্রথমার্ধেই পায় গোলের দেখা। ৪৩ মিনিটে এডি এনকেতিয়া গোল করলে স্কোর লাইন হয় ১-১।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও কাঙ্ক্ষিত গোল পায়নি কোনো দল। ম্যাচ গড়ায় অবশেষে টাইব্রেকারে। যেখানে উভয় দল সব ক’টি গোল জালে ঢুকাতে সমর্থ হলেও আর্সেনাল কিপার রামসডেল একটি শট রুখে দিলে ৫-৪ গোলের জয় পেয়ে মাঠ ছাড়ে গানাররা। এমিরেটস কাপের শিরোপা উঁচিয়ে ধরে কাই হাভার্টজের দল।

/এএম

Exit mobile version