Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার আতঙ্ক, চলে ব্যাপক অভিযান

ক্যাপিটল হিলে হামলার আতঙ্ক ঘিরে চলে অভিযান। ছবি: এপি

হামলার শঙ্কায় হঠাৎ তুলকালাম শুরু হয় যুক্তরাষ্ট্রের পার্লামেন্টারি এলাকা ক্যাপিটল হিলে। বুধবার ভুয়া কলের জেরে ব্যাপক অভিযান শুরু হয় গোটা এলাকায়। খবর এপির।

ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ জানায়, বুধবার (২ আগস্ট) বিকেলে জরুরি নম্বর নাইন ওয়ান ওয়ানে কল করে বন্দুক হামলার কথা জানায় কেউ। বলা হয়, ক্যাপিটলের সিনেট অংশের একটি ভবনে গোলাগুলি চালাচ্ছে কেউ। মুহূর্তেই তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ক্যাপিটল হিলে অবস্থানরত কর্মী ও রাজনীতিকদের নির্দেশনা দেয়া হয় নিজ নিজ কার্যালয়ে থাকার। কয়েক মিনিটের মধ্যে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। ক্যাপিটল হিলের নিরাপত্তা কর্মীদের সাথে যোগ দেয় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত দল। সবগুলো ভবনের প্রতিটি তলায় চলে তল্লাশি। তবে মেলেনি কোনো বন্দকধারী বা হতাহতের খবর।

ক্যাপিটল পুলিশ প্রধান টম ম্যাঞ্জার বলেন, এটি ভুয়া কল হতে পারে। ব্যাপক তল্লাশি চালিয়ে কোনো বন্দুকধারীর সন্ধান পাওয়া যায়নি। তিনি বলেন, আমরা এমন কাউকে পাইনি, যে গুলির শব্দ শুনেছে। পার্লামেন্টারি এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

/এএম

Exit mobile version