Site icon Jamuna Television

ব্যাংক ঋণ নিতে লাগবে আঙুলের ছাপ

এখন থেকে ব্যাংক ঋণ নিতে আঙুলের ছাপ লাগবে। একই সঙ্গে ঋণ ডকুমেন্ট পড়ে শোনাতে হবে তৃতীয় পক্ষকে। বুধবার (২ আগস্ট) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, হাইকোর্টের পর্যবেক্ষণ বলছে, সাম্প্রতিক সময়ে আদালতে বেশ কিছু রিট পিটিশন করা হচ্ছে। যেখানে ঋণ গ্রহীতা ও জামিনদাতা সংশ্লিষ্ট ডকুমেন্টে স্বাক্ষর করেননি।

ডকুমেন্টের সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে ঋণ গ্রহীতা ও জামিনদাতার স্বাক্ষরের ওপর নির্ভর করতে হয়। এজন্য ঋণ আদায়ের আইনগত প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে, আইনগত জটিলতা নিরসনে ডকুমেন্টসের বিষয়বস্তু ঋণ গ্রহীতা ও জামিনদাতাসহ সংশ্লিষ্ট তৃতীয় ব্যক্তিকে পড়ে শোনানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। ডকুমেন্টে স্বাক্ষরের পাশাপাশি তাদের উভয় হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ জাতীয় পরিচয়পত্রের জন্য সংরক্ষিত ডেটাবেজের সঙ্গে যাচাই করে তা গ্রহণ করার নির্দেশনাও দেয়া হয়েছে।

/এমএন

Exit mobile version