Site icon Jamuna Television

আ. লীগ-মার্কিন রাষ্ট্রদূত বৈঠক: ‘কোনো দল নয়, গণতন্ত্রকে সমর্থন করে যুক্তরাষ্ট্র’

পিটার হাস।

কোনো বিশেষ রাজনৈতিক দলকে নয়, যুক্তরাষ্ট্র গণতন্ত্রকে সমর্থন করে বলে জানিছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার পর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন পিটার হাস। বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। আর সুষ্ঠু নির্বাচন করতে সরকার, বিচারবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সবারই ভূমিকা রয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমদ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন।

বৈঠকের পর ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই ভালো। শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সরকার গণতন্ত্র রক্ষার লক্ষ্যে অবিচল। তাই বিদেশিদের অ্যাক্টিভিটিতে কোনো চাপ অনুভব করছে না সরকার।

/এমএন

Exit mobile version