Site icon Jamuna Television

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি, আত্মসমর্পণের আদেশ শুনে কান্না ৪ কর্মকর্তার

বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় ২০ মামলায় ৪ আসামিকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ শুনে এজলাসের ভেতরেই কান্নায় ফেটে পড়েন আসামিরা।

বৃহস্পতিবার (৩ আগস্ট) আসামিদের আগাম জামিন শুনানি শেষে এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত খানের হাইকোর্ট বেঞ্চ।

চার আসামি হলেন, হেড অফিসের এজিএম সাদিয়া আক্তার শাহীন, মতিঝিল লোকাল অফিসের এজিএম মো. জালাল উদ্দিন, গুলশান শাখার এজিএম রুমানা আহমেদ এবং বেসিক ব্যাংক হেড অফিসের এজিএম এ এস এম আনিসুর রহমান।

গত ১২ জুন অর্থ জালিয়াতিসহ বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন।

এর আগে, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ৫৯টি মামলা দায়ের করে দুদক। মতিঝিল, পল্টন ও গুলশান থানায় দায়ের করা এসব মামলায় মোট আসামি করা হয় ১৫৬ জনকে।

এটিএম/

Exit mobile version