Site icon Jamuna Television

২৪৬ ফুট দীর্ঘ স্যান্ডউইচ বানিয়ে বিশ্বকে তাক লাগালো মেক্সিকো

২৪৬ ফুট দীর্ঘ স্যান্ডউইচ বানিয়ে তাক লাগিয়ে দিলো মেক্সিকো। দেশটির ঐতিহ্যবাহী খাবার ‘টর্টা’র আদল আর উপাদানে বানানো হয় খাবারটি। খবর রয়টার্সের।

বুধবার (২ জুলাই) রাজধানীতে ১৮তম টর্টা উৎসব উপলক্ষ্যে ছিল এ আয়োজন। যা বানাতে কাজ করেন ১০০ পাঁচক। বিচারকদের পর্যবেক্ষণের পর, মজাদার খাবারটি উপভোগ করেন মেলায় আগত দর্শনার্থীরা। অবশ্য, তা নামেমাত্র মূল্যে কিনে নিতে হয়েছে। সেই অর্থ যাবে জনকল্যাণে।

মেলায় বসেছিল ছোট-বড় আরও ৭০টি খাবারের দোকান। গেল বছর বানানো স্যান্ডউইচটির দৈর্ঘ্য ছিলো ২৪২ ফুটের বেশি।

এটিএম/

Exit mobile version