Site icon Jamuna Television

অপহৃত কাকরাইল গির্জার ফাদার উদ্ধার

অপহরণের চার ঘণ্টা পর কাকরাইল চার্চের ফাদার শিশির গোগারি নাতালে গ্রেগরিওকে টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয়।

এ ঘটনায় জড়িতের অভিযোগে টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামস কবির সৌরভকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, টঙ্গীর বাসিন্দা বড় বোন সৌরভী গোগারি গুরুতর অসুস্থ্, মুঠফোনে এমন খবর জানিয়ে ফাদার শিশিরকে ঢাকা থেকে টঙ্গীর পাগাড় এলাকায় ডেকে আনেন সৌরভ ও তার সহযোগীরা। পরে পরিত্যক্ত একটি বাড়িতে তাকে আটকে রেখে পরিবারের সদস্যদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। তার চিকিৎকার শুনে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে শিশিরকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সৌরভকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সৌরভসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের নামে মামলা হয়েছে।

 

Exit mobile version