Site icon Jamuna Television

চলছে রুশ-সিরিয়া যৌথ সামরিক মহড়া

সিরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত্রিকালীন এই বিরল প্রদর্শনীর ভিডিও প্রকাশ করে দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

বিবৃতি অনুসারে, যুদ্ধবিমানের পাশাপাশি সক্ষমতা ঝালাই করছে দু’দেশের সামরিক হেলিকপ্টার এবং রকেট লঞ্চার সিস্টেম। শুধু আকাশ প্রতিরক্ষা নয়, স্থলাভিযানে সৈণ্যরা কতোটা পারদর্শী সেটাও যাচাই করা হয়। সামরিক ও গোলন্দাজ সরঞ্জামও আনা হয় মহড়ার জায়গায়।

অবশ্য কোথায় চালানো হচ্ছে মহড়া, সেটি উন্মোচন করা হয়নি। ২০১৫ সালে সিরিয়া সংঘাত নিরসনে রাশিয়া হস্তক্ষেপ করে। বিদ্রোহীদের দমনে বাশার আল আসাদ প্রশাসনের মিত্র হিসেবে এখনও তারা কাজ করছে।

এটিএম/

Exit mobile version