Site icon Jamuna Television

কালো কাপড়ে ঢেকে দেয়া হলো ঋষি সুনাকের বাড়ি

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ব্যক্তিগত বাড়ি কালো কাপড়ে ঢেকে দিয়েছে পরিবেশবাদী আন্দোলনকারীরা। সরকারের জ্বালানি নীতির প্রতিবাদে ভিন্নধর্মী এই প্রতিবাদ জানানো হয় দেশটিতে। খবর সিএনএন এর।

এ নিয়ে একটি ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, সুনাকের নর্থ ইয়র্কশায়ারের বাড়ির ছাদে উঠে সেখান থেকে কালো তাপড় ঝুলিয়ে পুরো বাড়ি ঢেকে দেন পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের সদস্যরা। এ সময় দ্রুত নতুন জ্বালানি নীতি পরিবর্তনে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সম্প্রতি ব্রিটিশ সরকারের জ্বালানি নীতিতে পরিবর্তন আনার ঘোষণা ঘিরেই দেশটিতে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এই নীতিতে তেল এবং গ্যাসের মজুদ বাড়ানোর নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে লন্ডন। ফলে নতুন করে খনি খননের লাইসেন্স দেয়ার ঘোষণাও দেয়া হয়। তারই প্রতিবাদে আন্দোলন চলছে দেশটিতে।

এসজেড/

Exit mobile version