Site icon Jamuna Television

আইএস প্রধানের মৃত্যু নিশ্চিত করলো সংগঠনটি, নতুন নেতার নাম প্রকাশ্যে

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের প্রধান আবু হুসেইন আল হুসেইনি আল কুরেশির মৃত্যুর কথা নিশ্চিত করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৩ আগস্ট) এক অডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন আইএস মুখপাত্র। সেই সাথে প্রকাশিত অডিও বার্তায় হুসেইনি আল কুরেশির স্থলে নতুন নেতার নামও ঘোষণা করা হয়। খবর আল জাজিরার।

আল হুসেইনির উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে আবু হাফস আল হাসিমি আল কুরেশিকে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ইদলিব প্রদেশে হায়াত তাহরির আল শামস গ্রুপের সাথে সংঘর্ষে প্রাণ হারান আইএস’র প্রধান। তবে কবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানোর হয়নি।

এর আগে, গত এপ্রিলে তুরস্কের গোয়েন্দা বাহিনীর অভিযানে আইএস প্রধান আবু হুসেইন নিহতের দাবি করেছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। হামলা চালানো ভবনের ছবিও প্রকাশ করা হয়। অবশ্য সে সময় এ বিষয়ে মুখ খোলেনি জঙ্গি গোষ্ঠীটি।

এসজেড/

Exit mobile version