Site icon Jamuna Television

রাশিয়ায় বিরোধী দলীয় নেতা নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড

রাশিয়ার আলোচিত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির আরও ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তিনি প্রেসিডেন্ট পুতিনের প্রধান সমালোচক হিসেবে পরিচিত। খবর আল জাজিরার।

উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠা এবং অর্থায়নের দায়ে শুক্রবার (৪ আগস্ট) নতুন করে তাকে এ সাজা দেয়া হয়। রাজধানী মস্কো থেকে ২৩৫ কিলোমিটার দূরে মেলেখোভোর একটি কারাগারে বর্তমানে কারাবন্দি আছেন নাভালনি। সেখানেই একটি অস্থায়ী আদালত বসিয়ে তার বিচার করা হয়।

জানা গেছে, রুদ্ধদার ওই বিচারকাজে সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল না। সিসিটিভি ক্যামেরায় বিচার প্রক্রিয়া দেখার সুযোগ দেয়া হলেও দুর্বল অডিও’র কারণে বাইরে থেকে বিচারকের কথা স্পষ্ট ছিল না।

নাভালনি’র আইনজীবীরা জানান, এদিন এ নেতার ২০ বছরের কারাদণ্ডের আবেদন করেন সরকারি কৌঁসুলিরা। যুক্তিতর্ক উত্থাপন শেষে তার ১৯ বছরের সাজা মঞ্জুর করেন বিচারক। তবে সব অভিযোগ অস্বীকার করছেন নাভালনি।

এ রায়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। প্রতারণা ও আদালত অবমাননাসহ সব মিলিয়ে বর্তমানে মোট সাড়ে ১১ বছরের সাজা ভোগ করছেন অ্যালেক্সেই নাভালনি।

এসজেড/

Exit mobile version