Site icon Jamuna Television

সাংবাদিক মামুনুর রশীদের জানাজা ও দাফন সম্পন্ন

একুশে টেলিভিশনের প্রধানমন্ত্রী বিটের সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদের নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে মামুনুর রশীদের গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা ও দাফনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, লোহাগড়া থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলামসহ এলাকার বিভিন্ন পেশার মানুষ।

এছাড়া ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এর আগে সন্ধ্যায় মামুনুর রশীদের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে তার মা, ভাই-বোনসহ স্বজন ও প্রতিবেশিদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে।

Exit mobile version