Site icon Jamuna Television

চিকিৎসার জন্য ঢাকায় এসে ময়লার গাড়ির নিচে পড়ে প্রাণ গেলো নারীর

ডিএমসি প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাকার নিচে পড়ে নাজমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নাজমা বেগম ভোলার বোরহানউদ্দিনের থানার পখিয়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার স্ত্রী।

শনিবার (৫ আগষ্ট) ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাজমা বেগমের ছেলে মমিন জানান, শনিবার ভোরে চিকিৎসার জন্য মাকে ঢাকার সদরঘাটে নিয়ে আসেন তিনি। পরে সেখান থেকে শনির আখড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে একটি ব্যাটারি চালিত রিকশা নিয়ে রওনা হন তারা। এক পর্যায়ে যাত্রাবাড়ী ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার মেনহলের একটি উঁচু স্লাপের সাথে তাদের বহনকারী রিকশার চাকাটি ধাক্কা লাগলে রিকশা থেকে ছিটকে পড়ে যাযন নাজমা। এ সময় পেছন থেকে দ্রুতগামী সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি এসে তার মাথার উপর দিয়ে চলে যায়। পরে অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো, বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

এসজেড/

Exit mobile version