Site icon Jamuna Television

মানসিক চিকিৎসা নিতে বলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুরে মানসিক সমস্যার চিকিৎসা নিতে জোরাজোরি করায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী। ঘটনার শিকার স্ত্রীর নাম শোভা রানী ও স্বামী রবীন্দ্রনাথ।

শুক্রবার (৫ জুলাই) দিবাগত ভোররাতের দিকে কাউনিয়া উপজেলার ধরমেশ্বর মাহেশাগ্রামে এ ঘটনা ঘটে। ওই দম্পতির দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

কাউনিয়া থানার ওসি মোন্নাছের বিল্লাহ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী রবীন্দ্রনাথকে মানসিক সমস্যার চিকিৎসা নিতে বেশ কিছু দিন থেকে জোরাজোরি করছিলেন স্ত্রী শোভা রানী। শুক্রবার দিবাগত গভীর রাতে আবারও এ নিয়ে জোর করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে রবীন্দ্রনাথ ঘরে থাকা চাকু দিয়ে শোভা রানীর মাথায় এলোপাতাড়ি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ঘরের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন রবীন্দ্রনাথ নিজেও।

তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার (৫ আগস্ট) বেলা ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এএআর/

Exit mobile version