Site icon Jamuna Television

আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আদালতকে ব্যবহার করছে সরকার: মির্জা ফখরুল

ছবি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের মানুষ যখন অধিকারের কথা বলতে শুরু করেছে, তখনই তাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আদালতকে ব্যবহার করছে সরকার। শনিবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবীদের মানববন্ধন কর্মসূচিতে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দেয়া রায় ফরমায়েশি। এই মামলারই কোনো ভিত্তি নেই। পরিকল্পিতভাবে মিথ্যা মামলা ও সাজানো রায় দিয়ে দেশপ্রেমিক মানুষকে স্তব্ধ করতে চায় সরকার।

বিএনপি মহাসচিব বলেন, মামলা-হামলা, গুম-খুন করে দেশের মানুষের স্বাধীনতার চেতনা স্তব্ধ করা যাবে না। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও দাবি করেন ফখরুল। দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে বলেও অভিযোগ তার। জনগণ এবার আর কোনো পাতানো নির্বাচন হতে দেবে না বলেও মন্তব্য করেন ফখরুল।

এটিএম/

Exit mobile version