Site icon Jamuna Television

দেশের মালিক জনগণ, অথচ তারাই বসার জায়গা পান না: প্রধান বিচারপতি

দেশের মালিক জনগণ, অথচ তারাই আদালত চত্বরে বসার স্থান পান না। এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শনিবার (৫ আগস্ট) সকালে যশোর জেলা জজ আদালত চত্বরে বিচার প্রার্থীদের বসার স্থান ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধনীতে এই মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিচার ব্যবস্থা ও আইনজীবীদের জন্য বড়-বড় অট্টালিকা নির্মাণ হয়। কিন্তু বিচার প্রার্থীদের জন্য তেমন উদ্যোগ নেই। অথচ প্রত্যেক জেলায় আদালতে ন্যায়কুঞ্জের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে জুডিসিয়ারিকে শক্তিশালী করার কথা জানান প্রধান বিচারপ্রতি।

তিনি বলেন, ত্রিশ লক্ষ মানুষ রক্তের বিনিময়ে বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তাদের রক্তের দিকে তাকিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বিচার বিভাগকে গতিশীল করতে হবে। মানুষ যদি বছরের পর বছর আদালতের বারান্দায় ঘোরে, যদি ন্যায়বিচার না পায়, তাহলে সেটা অন্যায় হবে।

এটিএম/

Exit mobile version