Site icon Jamuna Television

ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা ও গ্রেফতারের প্রতিবাদে বেশ কিছু স্থানে রাজপথে নেমেছে পিটিআইয়ের কর্মী সমর্থকরা। শনিবার (৫ আগস্ট) তেহরিক-ই-ইনসাফ-পিটিআইয়ের ডাকে এই বিক্ষোভ হয়। তবে খুব বড় ধরনের জমায়েত হয়নি বলে জানা গেছে। খবর স্কাই নিউজের।

এদিন, ইমরান খানকে গ্রেফতারে সবচেয়ে বড় সমাবেশ হয় পেশোয়ারে। তবে শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল পুলিশ। ব্যাপক ধরপাকড়ও চালানো হয় এই সমাবেশে।

শনিবার সন্ধ্যায় পাঞ্জাবের অ্যাটোক জেলার কুখ্যাত একটি কারাগারে নেয়া হয় পিটিআই নেতা ইমরান খানকে। এদিন আলোচিত তোষাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের আদালত। দুর্নীতির দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয় রাজনীতি থেকেও। দুপুরেই লাহোরের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। আটকের আগে দেয়া ভিডিও বার্তায় কর্মী-সমর্থকদের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানান ইমরান খান।

এসজেড/

Exit mobile version