Site icon Jamuna Television

চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়লো ১২৬টি বাড়ি

পাঁচ দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের পূর্বাঞ্চল। রোববার (৬ আগস্ট) স্থানীয় সময় মধ্যরাতে শানডং প্রদেশে অনুভূত হয় এ কম্পন। খবর সিএনএন’র।

দেশটির ভূমিকম্প বিষয়ক সংস্থা জানায়, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ফলে বেশ শক্তিশালী ছিল কম্পনের মাত্রা। মূল কম্পনের পর রাতভর অর্ধশতাধিক আফটার শক অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ডের কম্পনে অঞ্চলটিতে ধসে পড়েছে অন্তত ১২৬টি বাড়ি। আহত হয়েছেন কমপক্ষে ২১ জন।

অবশ্য এখনও পর্যন্ত কোনো প্রাণহানি খবর পাওয়া যায়নি। ঘটনার পর পরই উদ্ধার অভিযানে নামে জরুরি বিভাগ। কাজ করছে স্থানীয় প্রশাসনের অন্তত ১৬টি ইউনিট। দুর্যোগের পর প্রদেশটিতে সাময়িক বন্ধ রাখা হয়েছে রেল যোগাযোগ।

এটিএম/

Exit mobile version