Site icon Jamuna Television

মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ, বাবা নিয়ে ধোঁয়াশা কাটেনি

পুত্র সন্তানের জন্ম দিলেন জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সন্তানের নাম রেখেছেন কোয়া ফোনিক্স দোলান। শনিবার (৫ আগস্ট) এ খবর তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর মিড ডে’র।

সাদা-কালো ছবিতে ইলিয়ানা বলেন, আমরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের নবাগত সন্তানকে স্বাগত জানাচ্ছি। আমাদের হৃদয় আজ আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে।

গত ১৮ এপ্রিল ইনস্টাগ্রামে অভিনেত্রী জানান, তিনি মা হতে চলেছেন। তার এই আকস্মিক ঘোষণায় চমকে যান ভক্ত ও অনুসারীরা। অভিনেত্রী এখনো বিয়ে করেননি, তার প্রেমের সম্পর্কের কথাও শোনা যায়নি। তাই তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ ছিল না। তাছাড়া ইলিয়ানা জানাননি, তার সন্তানের বাবার নাম, পরিচয়।

এরমাঝে ইনস্টাগ্রামে ধারাবাহিকভাবে নিজের অন্তঃসত্ত্বাকালীন অবস্থা নিয়ে পোস্ট করেন অভিনেত্রী, সঙ্গে জুড়ে দেন এক ব্যক্তির ছবি। তবে তার পরিচয় কখনো স্পষ্ট করেননি। তাই অনেকেই তার নাম দিয়েছিলেন ‘রহস্য-পুরুষ’।

এটিএম/

Exit mobile version