Site icon Jamuna Television

ব্রাজিলে চলমান মাদক বিরোধী অভিযানে প্রাণহানি ৪৫

ব্রাজিলে মাদক বিরোধী অভিযানে চলতি সপ্তাহে প্রাণ হারালো কমপক্ষে ৪৫ জন। নিরাপত্তা বাহিনীর এমন শক্তি প্রয়োগ এবং কলাকৌশল নিয়ে প্রশ্ন তুলেছে সুশীল সমাজ।

মাদক সন্ত্রাস নির্মূলে তিনটি প্রদেশে চালানো হয় জোরালো অভিযান। শুধু বাহিয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয় গ্যাংগুলোর সংঘাতে প্রাণ গেছে ১৯ জনের। সাও পাওলোতে এই সংখ্যা ১৬ আর রিও ডি জেনেরিওতে ১০ জনের মৃত্যু হয়েছে সাঁড়াশি অভিযানে।

মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় প্রতিবাদে সরব হয়ে উঠেছে। তাদের অভিযোগ- নিরাপত্তাহীনতায় ভুগছে ব্রাজিলীয়রা। প্রশাসনিক নীতিমালার ঘেরাটোপে পড়েছেন সাধারণ মানুষ। কোন অপরাধ যাচাই ছাড়া হত্যা করা, মানবাধিকারের চরম লঙ্ঘন।

এটিএম/

Exit mobile version