Site icon Jamuna Television

ফিলিস্তিনি যুবকের গুলিতে নিহত ইসরায়েলি পুলিশ, হামাসের প্রশংসা

ইসরায়েলের রাজধানী তেল আবিবে গোলাগুলিতে প্রাণ হারালো এক পুলিশ সদস্য। হামলাকারী ফিলিস্তিনিরও মৃত্যু হয় পাল্টা অভিযানে। খবর রয়টার্সের।

পুলিশ কমিশনার ইয়াকূব শাবতাই এক বিবৃতিতে জানান, শনিবার (৫ আগস্ট) রাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্তের পর তাকে থামার নির্দেশ দেন টহলরত পুলিশ কর্মকর্তারা। ততোক্ষণে পিস্তল থেকে গুলি ছোড়া শুরু করে ঐ হামলাকারী। বাইকে থাকা এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। অন্যজন পাল্টা গুলি ছুড়ে ধরাশায়ী করে হামলাকারীকে। দু’জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ না করলেও ২৭ বছরের ঐ ফিলিস্তিনি দখলকৃত জেনিনের বাসিন্দা এমনটা জানানো হয়েছে।

স্বাধীনতাকামী সংগঠন, হামাস ও ইসলামিক জিহাদ এই হামলার প্রশংসা করেছে। আর সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এটিএম/

Exit mobile version