Site icon Jamuna Television

পান্না কায়সারের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

শহীদজায়া, ঔপন্যাসিক পান্না কায়সারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রোববার (৬ আগস্ট) বেলা ১১টায় পান্না কায়সারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে পান্না কায়সারের হাতে গড়া প্রতিষ্ঠান কেন্দ্রীয় খেলাঘর আসর, কবি-সাহিত্যিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনরা বলেন, পান্না কায়সার যে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার কাজ করেছিলেন তা থেমে যাবে না। সেখানে রাখা শোক বইয়ে সাবেক সংসদ সদস্য পান্না কায়সারকে নিয়ে আবেগ অনুভূতির কথা লেখেন অনেকে।

গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী এবং অভিনেত্রী শমী কায়সারের মা পান্না কায়সার।

/এম ই

Exit mobile version