Site icon Jamuna Television

রূপগঞ্জে আলোচিত আফতাব চেয়ারম্যান হত্যা: দুই আসামির যাবজ্জীবন

সাজাপ্রাপ্ত দুই আসামির একজন নূর মোহাম্মদ আদালতে উপস্থিত ছিলেন।

সিনিয়র করেসপন্ডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত আফতাব চেয়ারম্যান হত্যা মামলায় ২২ বছর পর আবুল কালাম ও নূর মোহাম্মদ নামে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে আসামি নূর মোহাম্মদকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

রোববার (৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ এর বিচারক শাম্মী আক্তার এ রায় দেন। রায়ের সময়ে আসামি নূর মোহাম্মদ আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি আবুল কালাম অনুপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলার দীর্ঘ শুনানি ও যুক্তিতর্ক শেষে দুইজনের যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ১৫ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢাকা থেকে রূপগঞ্জে ফিরে, রিকশাযোগে বাড়ি যাচ্ছিলেন। পথে ইসাখালি গ্রামের ইসলাম হাজীর বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ছেলে সোহেল রানা বাদী হয়ে রূপগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন।

এএআর/

Exit mobile version