
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকূপায় জিকে খালের সংযোগ খালে মাছ ধরতে গিয়ে ইউনুচ মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে খুলুমবাড়ীয়া গ্রামের মৃত আজমত আলী মণ্ডলের ছেলে। রোববার (৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই যুবক রোববার সকালে মাছ ধরার উদ্দেশে স্লুইচ গেটের ভিতরে প্রবেশ করে। পরে দীর্ঘসময় গেট থেকে বের হতে না দেখায় অন্যরা ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
এ বিষয়ে প্রতিবেশী আবুল হোসেন জানান, মাছ ধরতে গিয়ে স্লুইচ গেটে তিনি আটকা পড়েন। পরে তাকে সেখান থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মাছ ধরতে গিয়ে স্লুইচ গেটে আটকা পড়ে এক ব্যক্তি মারা গেছে বলে শুনেছি।
এএআর/



Leave a reply