Site icon Jamuna Television

চাঁদপুরে ২৮ বাল্কহেড-তিন ড্রেজার জব্দ, আটক ৬২

চাঁদপুরের মেঘনায় অভিযানে আটক ৬২ শ্রমিক।

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ২৮টি বালুবাহী বাল্কহেড ও ৩টি ড্রেজার জব্দ করেছে নৌ পুলিশ। এ ঘটনায় আটক করা হয় ৬২ শ্রমিককে।

রোববার (৬ আগস্ট) ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত মেঘনার বিভিন্ন এলাকায় নৌ পুলিশের ৫টি ইউনিট অভিযান চালায়। নৌ পুলিশ জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে রাতের বেলা চলাচল করছিল বাল্কহেডগুলো। এমন তথ্যের ভিত্তিতে এসব নৌযানের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় নৌ পুলিশ।

চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন। জব্দ করা বাল্কহেড ও গ্রেফতারকৃদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

/এএম

Exit mobile version