Site icon Jamuna Television

রাজবাড়ীতে রিপন হত্যা মামলায় ১ জনের ফাঁসি

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ীর দৌলতদিয়ার আলো‌চিত বিশ্ববিদ্যালয়ছাত্র সাইফুল ইসলাম ওরফে রিপন মণ্ডল হত্যা মামলায় ১ জ‌নের ফাঁসি ও ১২ আসামিকে খালাস দি‌য়ে‌ছেন আদালত। রোববার (৬ আগস্ট) বিকাল সা‌ড়ে ৪টার দি‌কে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছা. জা‌কিয়া পারভীন এ রায় দেন।

এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হ‌য়ে‌ছে। দণ্ডপ্রাপ্ত আসামি ‌মো. জামাল পত্তনদার উত্তর দৌলত‌দিয়ার ফেলু মোল্লা পাড়ার ‌হো‌সেন পত্তনদা‌রের ছে‌লে। রায় ঘোষণার সময় তি‌নি পলাতক ছি‌লেন।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গ‌ণে কান্নায় ভে‌ঙ্গে পড়েন নিহত রিপনের বাবা মোহন মন্ডল। সাক্ষ্য প্রমাণ থাকার পরও ন্যায় বিচার পায়নি তারা এবং রাজ‌নৈ‌তিক প্রতি‌হিংসার শিকার হ‌য়ে‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন তিনি। অন্যদিকে, আসামি প‌ক্ষের আইনজীবী আশরাফুল হাসান আশা ব‌লেন, এ রা‌য়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতি‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, নিহত সাইফুল ইসলাম রিপন ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র ছি‌ল। ২০১৪ সা‌লের ৬ সে‌প্টেম্বর দিবাগত রাতে দৌলতদিয়া পতিতা পল্লীতে খুন করা হয় তাকে। পরে নিহত রিপ‌নের মামা খ‌লিল বাদী হ‌য়ে এক‌টি মামলা ক‌রেন। দীর্ঘ শুনানী শে‌ষে বিজ্ঞ আদালত আজ রোববার এ রায় প্রদান ক‌রেন।

/এএম

Exit mobile version