Site icon Jamuna Television

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ৩৪

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩৪ জনে। রোববার (৬ আগস্ট) নবাবশাহের সারহারি রেলওয়ে স্টেশনের কাছে হাজারা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল করাচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে। ইতোমধ্যে উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। আহতের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে।

দেশটির রেলমন্ত্রী সাদ রফিক বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলছিল। তবে ঠিক কী কারণে লাইনচ্যুত হয়েছে, তা জানার চেষ্টা করছে। করাচিতে রেলওয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার শিকার ট্রেনের অন্তত আটটি বগি লাইন থেকে ছিটকে গেছে।

এটিএম/

Exit mobile version