Site icon Jamuna Television

মরক্কোয় মিনিবাস গিরিখাদে, নিহত সবাই

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একটি মিনিবাসের ২৪ আরোহী। রোববার (৬ আগস্ট) উদ্ধার হয় সবার মরদেহ। খবর রয়টার্সের।

কর্তৃপক্ষ জানায়, আজিলাল প্রদেশের দেমনাতে শহরে হয় এই দুর্ঘটনা। সাপ্তাহিক হাট-বাজার বসেছিলো সেখানে। যাতে, সবজি ও প্রয়োজনীয় পণ্য নিয়ে যাওয়া হয় মিনিবাসে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুসারে, বাসটি বাঁক নেয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। গড়িয়ে পড়ে পাথুরে গিরিখাদে। মুহূর্তেই তাতে আগুন লাগে। ঘটনাস্থলেই চালকসহ প্রাণ হারান সবাই।

উত্তর আফ্রিকার দেশটিতে খুব কমই হয় সড়ক দুর্ঘটনা। ২০১২ সালে মরক্কোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। সেবার প্রাণ হারান ৪২ ক্রীড়াবিদ।

এটিএম/

Exit mobile version