Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে একাধিক স্থানে এলোপাতাড়ি গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রে একাধিক ম্যাস শ্যুটিংয়ের ঘটনায় প্রাণ গেছে কমপক্ষে ৫ জনের। কানসাস, ওয়াশিংটন ডিসি ও লুইজিয়ানায় হয়েছে এসব ঘটনা। খবর এপির।

রোববার (৬ আগস্ট) সকালে কানসাসে গাড়ি চোরের সন্ধানে অভিযান চালায় পুলিশ। সন্দেহভাজনরা একটি সুপার শপে ঢুকলে পিছু নেয় পুলিশ। সেসময় এলোপাতাড়ি গোলাগুলি শুরু করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয় এক পুলিশ। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় এক হামলাকারীরা।

এর আগে রাজধানী ওয়াশিংটন ডিসির একটি সড়কে রাত ৮টার দিকে গোলাগুলির খবর পায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করে তিনজনের মরদেহ। হাসপাতালে নেয়া হয় আহত দুইজনকে। এর আগেই পালিয়ে যায় হামলাকারী। এ ঘটনায় এখনও কাউকে আটকের খবর জানা যায়নি। লুইজিয়ানায় বন্দুকধারীর হামলায় মৃত্যু হয়েছে এক শিশুর। দুই পুলিশসহ আহত হয় ৫ জন।

এটিএম/

Exit mobile version