Site icon Jamuna Television

রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মানহানি মামলা

ছবি: সংগৃহীত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আদালতে মানহানি মামলা দায়ের করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। মামলায় ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

সোমবার (৭ আগস্ট) সকালে মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করা হয়।

মামলার আবেদনে বলা হয়, আসামি সম্প্রতি রাজশাহীতে দলীয় এক অনুষ্ঠানে বাদীকে অশিক্ষিত, অর্ধপাগল বলে মানহানিকর বক্তব্য দিয়েছেন। তার প্রতিকার চাইতেই দায়ের করা হয়েছে এই মামলা।

তবে, আদালতে মামলার বাদী বলেন, মানুষ মাত্রই ভুল করে। এছাড়া আসামি যেহেতু সিনিয়র মানুষ সেজন্য তাকে মাফ করে দিয়েছি। এ সময় তিনি মামলাটি আর করতে চান না বলেও আদালতকে জানান। আদালত পরে মামলাটির তদন্ত প্রতিবেদন দিতে ডিবি নির্দেশ দেন।

/এম ই

Exit mobile version