Site icon Jamuna Television

বান্দরবানে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গুর পানি

বান্দরবান করেসপন্ডেন্ট:

ভারী বর্ষণে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে তীরবর্তী এলাকা। সড়কের ওপর দিয়ে বইছে নদীর জল। ভারী বৃষ্টি ও জোয়ারের পানি ঢুকে পড়েছে কাশেম পাড়া, আর্মিপাড়া, স-মিল রোডে। রোয়াংছড়ি উপজেলার কয়েকটি এলাকাও প্লাবিত হয়েছে।

প্লাবনের ফলে জেলা শহর থেকে রোয়াংছড়ি, রুমা, থানচির যোগাযোগব্যবস্থা ব্যহত হচ্ছে। বান্দরবান-রাঙ্গামাটি সড়কেও যোগাযোগ বন্ধ। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

মূলত, পাহাড়ের নদীগুলোয় হঠাৎ উজানের ঢল বেড়ে যাওয়ায় পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। বৈরি আবহাওয়ার কারণে জেলায় বিদ্যুৎ নেই মঙ্গলবার (৬ আগস্ট) রাত থেকে। এ কারণে মুঠোফোনে যোগাযোগও ব্যহত হচ্ছে।

এছাড়া, টানা বর্ষণে কক্সবাজারের চকরিয়াসহ নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের পানি বাড়ায় রয়েছে বন্যার শঙ্কা।

/এমএন

Exit mobile version