Site icon Jamuna Television

তুরস্কে জোরালো বাতাসে উড়ে গেলেন যুবক, ভিডিও ভাইরাল

বাতাসের তোড়ে উড়ে গেলো মানুষ! অবিশ্বাস্য মনে হলেও এমনটিই ঘটেছে তুরস্কের এরজুরুম শহরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমনই একটি ঘটনার সিসিটিভি ফুটেজ। খবর রয়টার্সের।

ভিডিওটিতে দেখা যায়, পূর্বাঞ্চলীয় শহরটির এক ফুটপাতে ফলের দোকানের সামনে একটি ছাতা বসানোর চেষ্টা করছিলেন এক ব্যক্তি। তবে তীব্র বাতাসে পেরে উঠছিলেন না বুরাক আবুক নামের ওই ব্যক্তি। বারবার ব্যর্থতার পর এক পর্যায়ে ছাতাসহ তাকেই উড়িয়ে নিয়ে যায় বাতাস।

জানা গেছে, তীব্র বাতাসে তিন মিটার দূরে রাস্তায় গিয়ে পড়েন বুরাক। অবশ্য দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে বড় কোনো আঘাত পাননি তিনি।

এসজেড/

Exit mobile version