Site icon Jamuna Television

জয়পুরহাটে সহযোগীসহ এক ধর্ষক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের সহযোগীসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) বগুড়া শহরের বটতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাটের পাঞ্চাবের ছেলে বায়েজিদ হোসেন (২৩) ও নওগাঁর জহিরুল ইসলামের ছেলে হাসনাইন হোসেন তমাল (২০)।

র‍্যাব জানায়, গত ২ আগস্ট বিকেল চারটার দিকে তমাল এক ছাত্রীকে দেখা করার কথা বলে হিলি থেকে পাঁচবিবি পার্কে নিয়ে আসে। মেয়েটি দেখা করতে এলে বায়জিদ ও অজ্ঞাত কয়েকজনের সহযোগিতায় তমাল তাকে নওদাপাড়া এলাকার একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। রাত গভীর হলে তমাল মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে।

রোববার (৬ আগস্ট) বিকেলে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা হয়। এরপর র‍্যাব-৫ জয়পুরহাটের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

/এএম

Exit mobile version