Site icon Jamuna Television

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আনোয়ারুল ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিম আক্তার।

সোমবার (৭ আগস্ট) বিকাল ৫টার দিকে বালুখালী পানবাজার ৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ নিয়ে ৮-এপিবিএনের কমান্ডিং অফিসার মো. আমির জাফর জানান, বালুখালী ৯নং ক্যাম্পে পাহাড় ধসের কারণ ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কতা জারি ছিল। তবে ঘনবসতি ও বাসযোগ্য স্থান না থাকায় কিছু সংখ্যক রোহিঙ্গা পাহাড়ের ঢালু এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাস করে আসছিল। তার মধ্যে নিহতের পরিবারও সেই পাহাড়ের ঢালু এলাকায় বসবাস করছিল।

পাহাড় ধসের খবর পেয়ে সাথে সাথেই উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ও এপিবিএন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ধ্বংসস্তুপ থেকে তাদের উদ্ধার করা হয়।

এসজেড/

Exit mobile version