Site icon Jamuna Television

পাবনার ঈশ্বরদীতে বালু চাপায় দুই শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে বালুর নিচে চাপা পড়ে হিমেল হোসেন ও জিহাদ নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ আগস্ট) সাঁড়া ইউনিয়নের শ্মশানঘাট এলাকার বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর স্তুপের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশুর বাড়ি পাথর পাড়া এলাকায়।

নিহতদের পরিবার জানায়, রোববার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে পদ্মা নদীর তীরে বালুর স্তুপে বন্ধুদের সাথে দুই শিশু খেলা করছিল। এ সময় বৃষ্টির পানিতে বালু নরম হয়ে যাওয়ায় বালু ধ্বসে ওই দুই শিশু বালুতে চাপা পড়ে।
এ সময় অন্য শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত জিহাদ সাঁড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের দিনমজুর আহসান আলীর ছেলে ও হিমেল একই গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের ছেলে। তারা সাঁড়া পানিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র ছিল।

/এএম

Exit mobile version