আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ ও আয়রনম্যান ৭০.৩ বিশ্বচ্যাম্পিয়নশিপে সরাসরি কোয়ালিফাই করেও প্রতিযোগিতাগুলোয় অংশ নিতে পারছেন না বাংলাদেশি ট্রায়াথলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। জানা গেছে, নিজের কর্মস্থল থেকে এনওসি (অনাপত্তিপত্র) না পাওয়ায় এ দুই প্রতিযোগিতায় অংশ নেয়া হচ্ছে না বাংলাদেশি এ ট্রায়াথলেটের।
সোমবার (৭ আগস্ট) রাতে পোস্ট করা এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান ট্রায়াথলেট আরাফাত।
স্ট্যাটাসে আরাফাত লিখেছেন, আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ ও আয়রনম্যান ৭০.৩ বিশ্বচ্যাম্পিয়নশিপ ডিরেক্ট কোয়ালিফাই করেও অংশগ্রহণ করার জন্য অফিস থেকে এনওসি হলো না। অনেক মানুষ চেষ্টা করেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সরকারী আদেশও জারী করেছিল। জানি না কেন অনুমতি হলো না। নিজের মধ্যে এতো বড় অসহায় এবং হতাশবোধ এর আগে কখনো আসেনি।
নিজের হতাশা ব্যক্ত করে আরাফাত লিখেছেন, ছোট একজন মানুষ আমি। অফিসের ডেস্কের বাহিরে কোন স্বপ্ন দেখা উচিত না। সরাসরি নির্দেশনা পেয়েছি চাকরি করে স্পোর্টস করা যাবে না। কোন আন্তর্জাতিক স্পোর্টসে যাওয়া যাবে না। অফিস এবং স্পোর্টস একসাথে চলবে না!
অনেক বড় অন্যায় করে ফেলেছি ২টি বিশ্বচ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে! কতোগুলো স্বপ্ন! মাত্র তো শুরু হয়েছিলো যাত্রাটা। এই অল্প সময়ে থমকে যাবে!! বাংলাদেশ ক্ষমা করো! আমি পারলাম না!
প্রসঙ্গত, ‘আয়রনম্যান আরাফাত’ নামে পরিচিত সাবেক ঢাবি শিক্ষার্থী মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত মূলত একজন বাংলাদেশি অপেশাদার ট্রায়াথলেট। তিনিই প্রথম বাঙালি যিনি আয়রনম্যান ৭০.৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেন এবং শেষ করেন। তিনবার আয়রনম্যান ফিনিশার হওয়ার জন্য আয়রনম্যান অল ওয়ার্ল্ড অ্যাথলেট-২০২০ থেকে অল ওয়ার্ল্ড অ্যাথলেট- সিলভার মেডেল পেয়েছিলেন তিনি। আরাফাত পেশায় একজন ব্যাংকার। তিনি বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছেন।
/এসএইচ

