Site icon Jamuna Television

কানাডা থেকে দেশে ফিরছেন লিটন

ছবি: সংগৃহীত

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রানার্সআপ হয়ে দেশে ফিরছেন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসান দল মন্ট্রিয়েল টাইগার্স। যদিও ফাইনালে মাঠে ছিলেন না টাইগার এই ক্রিকেটার।

সাকিবের দলের কাছে এবারের আসরে ৫ উইকেটে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিটনের দলকে। কানাডার লিগে শেষ কয়েক ম্যাচ ধরেই ছন্দে ছিলেন না লিটন। ফাইনালেও খুব একটা ঝলক দেখা যায়নি বাংলাদেশি ওপেনারের ব্যাট থেকে। চার মেরে শুরুটা এনে দিলেও লিটন থেমেছেন ওই পর্যন্তই। ১৩ বলে ১২ রান করে আউট হয়ে যান লিটন।

দেশে ফিরেও টাইগার এই ক্রিকেটার অবশ্য ফুরফুরে মেজাজে থাকতে পারছেন না। দেশে ফিরলেই যে এশিয়া কাপের ক্যাম্পে যোগ দিতে হবে এই ওপেনারকে।

/আরআইএম

Exit mobile version