Site icon Jamuna Television

জেলেনস্কিকে হত্যার রুশ পরিকল্পনা, এক নারী আটক

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের দায়ে আটক করা হয়েছে এক নারীকে। দেশটির সিকিউরিটি সার্ভিস জানিয়েছে এ তথ্য। খবর এবিসির।

রাশিয়ার হয়ে কাজ করার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। এক বিবৃতিতে ইউক্রেনীয় সিকিউরিটি সার্ভিস-এসবিইউ জানায়, রাশিয়ার কাছে তথ্য পাচারের সময় হাতেনাতে আটক হয়েছে একজন। দাবি, গত জুনে প্রেসিডেন্ট জেলেনস্কির মাইকোলাইভ সফরসূচি সংগ্রহের চেষ্টা চালিয়েছে ওই নারী। এছাড়া, ইউক্রেনীয় সামরিক স্থাপনাগুলোর ছবি ও ভিডিও সংগ্রহ করতেন তিনি। আগেই টের পেয়ে নেয়া হয় অতিরিক্ত সতর্কতা। নজরদারিতে রাখা হয় ওই সন্দেহভাজন নারীকে।

ছোট শহর ওচাকিভের বাসিন্দা ওই নারী কাজ করতেন সামরিক ঘাঁটির একটি দোকানে। দোষী সাব্যস্ত হলে ১২ বছরের সাজা হতে পারে তার। এ ঘটনাকে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া।

/আরআইএম

Exit mobile version