Site icon Jamuna Television

তুরস্কে শস্য গুদামে বিস্ফোরণে আহত ১২

ছবি: সংগৃহীত

তুরস্কের বন্দর নগরী দেরিন্সে একটি শস্যের গুদামে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। খবর আল জাজিরার।

পশ্চিমাঞ্চলীয় শহরটিতে সোমবার (৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। বিশাল কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। দ্রুত অভিযানে নামে ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে বিস্ফোরণের দৃশ্য। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে দেখা যায় যে একটি জাহাজ থেকে শস্য সংরক্ষণাগারে গম স্থানান্তরের সময়, ধূলিকণার মধ্যে সৃষ্ট প্রচণ্ড চাপ থেকে ঘটেছে বিস্ফোরণ। দুর্ঘটনায় ১৩টি শস্য গুদাম ও আরও একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বলে নিশ্চিত করেছে পরিবহন মন্ত্রণালয়।

/আরআইএম

Exit mobile version