Site icon Jamuna Television

‘বঙ্গমাতা ফজিলাতুন নেছার অনুপ্রেরণা ও আত্মত্যাগ ছাড়া শেখ মুজিব বঙ্গবন্ধু হতে পারতেন না’

ছবি: সংগৃহীত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের বলেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছার অনুপ্রেরণা ও আত্মত্যাগ ছাড়া শেখ মুজিব বঙ্গবন্ধু হতে পারতেন না। ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশে হত্যা রাজনীতির হোতা বিএনপি। সেই অপশক্তিকে প্রতিহত করতে হবে, এটাই আজকের দিনের অঙ্গীকার।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে নিরাপদ এবং অসাম্প্রদায়িক মানবতাবোধকে বাঁচিয়ে রাখতে হলে বিএনপি নামক অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার মুজিবকে স্মরণ করে সেতুমন্ত্রী বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা। বঙ্গবন্ধুর জীবনের এই উত্তরণ, স্বাধীনতা সংগ্রাম, এই সমুদয় সংগ্রামে বেগম মুজিব তার শুধু সহধর্মিণী নন, তিনি ছিলেন তার নিবেদিতপ্রাণ সহযোদ্ধা।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর একেবারেই কাছের একজন বিজয় লক্ষ্মী নারী। তার আজ ৯৩তম জন্মদিন। জন্মের আনন্দ বেদনার অশ্রুতে ঢেকে যায়। সে এক অনির্বচনীয় অনুভূতি। 

/আরআইএম

Exit mobile version