Site icon Jamuna Television

শুক্রবার ঢাকায় ফিরবেন মাহমুদুল্লাহ

জয় দিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলের এবারকার মিশন শেষ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টসকে ২ উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহ’র দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়স।

এদিকে জাতীয় দলের জার্সিতে এশিয়া কাপ খেলতে কোয়ালিফায়ার না খেলেই শুক্রবার দেশে ফিরবেন এই অলরাউন্ডার। এশিয়া কাপ খেলতে ৯ সেপ্টেম্বর দলের সঙ্গে দুবাই যাবেন এই অলরাউন্ডার।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৮ রান তুলে বার্বাডোজ। সর্বোচ্চ ৪৪ রান করেন নিকোলাস পুরান। টেলএন্ডে রস্টন চেইশ ৩৮ আর অধিনায়ক জেসন হোল্ডার ১১ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন।

তাবারিজ শামসি ২ আর মাহমুদুল্লাহ রিয়াদ নেন ১ উইকেট। ২ বল আর ২ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় সেন্ট কিটস। ফ্যাবিয়েন অ্যালান ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

ক্রিস গেইল ২২, এভিন লুইস ১৯ আর মাহমুদুল্লাহ রিয়াদ করেন ১৫ রান। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

অন্যদল গুলোর লিগ পর্যায়ের সব ম্যাচ শেষ না হওয়ায় এখনও নির্ধারিত হয়নি কোয়ালিফায়ার লাইন আপ।

Exit mobile version