Site icon Jamuna Television

বিশ্বকাপে চমক দেখানো পর্তুগিজ তারকা এখন পিএসজির

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের মতো মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকার বদলে প্রথমবার পর্তুগালের একাদশে সুযোগ পেয়েছিলেন গনসালো রামোস। চাপ থাকার কথা ছিল প্রবল। কিন্তু সব চাপকে উড়িয়ে দিয়ে গত বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। তার দিকে বড় ক্লাবের নজর পড়া স্বাভাবিকই। ২২ বছর বয়সী স্ট্রাইকার এই মৌসুমে খেলবেন পিএসজির হয়ে। এই ক্লাবে ভবিষ্যতে তিনি থেকে যেতে পারেন পাকাপাকিভাবেও।

বেনফিকা থেকে এই মৌসুমের জন্য ধারে রামোসকে দলে নিয়েছে পিএসজি। ‘অপশন টু বাই’ ধারাও থাকছে চুক্তিতে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ সংক্রান্ত জটিলতার কারণেই এই মৌসুমে তাকে ধারে নিয়েছে পিএসজি। মৌসুম শেষ হলেই পর্তুগিজ এই তরুণকে স্থায়ী চুক্তিতে নেবে ফরাসি চ্যাম্পিয়নরা।

এই মৌসুমে রামোসের আগে পিএসজি রিয়াল মাদ্রিদ থেকে এনেছে মার্কো আসেন্সিওকে। এছাড়াও আরও বেশ ক’জনকে দলে নিয়েছে তারা। বার্সেলোনা থেকে উসমান দেম্বেলের যোগ দেয়াও এখন কেবল সময়ের ব্যাপার।

বেনফিকার হয়ে ১০৬ ম্যাচ খেলে ৪১ গোল করেন রামোস, সহায়তা করেন ১৬টি গোলে।

/আরআইএম

Exit mobile version