Site icon Jamuna Television

মিরপুরে বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশ দল

ছবি: সংগৃহীত

মিরপুরে বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তুলেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সকাল সাড়ে ন’টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ট্রফি নিয়ে আসা হয়।

মাঠের একপাশে রাখা পোডিয়ামে ট্রফি নিয়ে আসেন মুশফিকুর রহিম। এরপর ক্রিকেটাররা সবাই একসাথে দাঁড়িয়ে বিশ্বকাপ ট্রফির সাথে ফটোসেশন করেন। ব্যাক্তিগতভাবেও ছবি তুলতে দেখা যায় তাসকিন-শামীমদের। এরপর ট্রফির সাথে ছবি তোলেন মাঠ কর্মীরা। ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েন অনুশীলনে। ট্রফি নিয়ে রাখা হয় মিরপুরের সেন্ট্রাল উইকেটে।

প্রতিবার বিশ্বকাপ শুরুর আগে বিশ্ব ভ্রমণে বের হয় ওয়ার্ল্ড কাপ ট্রফি। এবারের ট্রফি ট্যুর শুরু হয়েছে মহাকাশ থেকে। এর আগেও বাংলাদেশে এসেছিল বিশ্বকাপের ট্রফি। জাতীয় সংসদ ভবনে আনুষ্ঠানিক ফটোসেশন করা হয়েছিল।

বুধবার শেষদিন রাজধানীর একটি শপিংমলে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপের ট্রফি।

/আরআইএম

Exit mobile version