Site icon Jamuna Television

কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে প্লাবন পরিস্থিতির আরও অবনতি

চট্টগ্রাম ব্যুরো:

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে প্লাবন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যে মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি উপচে তলিয়ে গেছে চকরিয়া, পেকুয়া ও সদরের নতুন নতুন এলাকা।

এসব এলাকায় অনেকেরই ঠাঁই হয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ। এছাড়া রামু, উখিয়া ও টেকনাফের নিম্নাঞ্চলের অনেক এলাকা পানিতে তলিয়ে আছে। কুতুবদিয়ায় বেড়িবাঁধ উপচে সাগরের পানি ঢুকছে লোকালয়ে। প্রশাসনের হিসাবে কক্সবাজারে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি। ত্রাণ তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে, পাহাড়ি ঢল ও বৃষ্টিতে খাগড়াছড়ির চেঙ্গী নদী ও ছড়া-খালের পানি বেড়ে নতুন করে প্লাবিত হয়েছে শহরের নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। পানিবন্দি হয়ে পড়েছে ৪ শতাধিক পরিবার। দীঘিনালা উপজেলায় মাইনী নদীর পানি বেড়ে ৭-৮টি গ্রাম প্লাবিত হয়েছে। সড়কে পানি উঠায় দীঘিনালা-সাজেক রুটে যান চলাচল ব্যাহত হচ্ছে। বান্দরবানেরও বিস্তীর্ণ এলাকা তলিয়ে আছে পানিতে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ।

এছাড়া, পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি, বিলাইছড়ি ও জুরাইছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

/এমএন

Exit mobile version