Site icon Jamuna Television

মুহুরী নদীর বেড়িবাঁধে নতুন করে ভাঙন

ফেনী করেসপন্ডেন্ট:

ফেনীতে মুহুরী নদীর বেড়িবাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ফলে লোকালয়ে পানি ঢুকছে।

পরশুরাম উপজেলার অলোকা এলাকায় সোমবার (৭ আগস্ট) রাতে পানির তোড়ে বেড়িবাঁধের একাংশ ধসে যায়। প্লাবিত হয় তিনটি গ্রাম। ফুলগাজী উপজেলায় ধসে যাওয়া বেড়িবাঁধের দুইটি স্থান দিয়ে এখনও পানি ঢুকছে লোকালয়ে। প্লাবিত হয়েছে বসতভিটা ও ফসলি জমি। ভেসে গেছে অনেক পুকুরের মাছ। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের।

এদিকে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যে স্থানে বাঁধ ভেঙেছে, সেখানে এই মুহূর্তে কাজ করা সম্ভব নয়। পানি কমলে বাঁধের সংস্কার কাজ শুরু হবে।

/এমএন

Exit mobile version