Site icon Jamuna Television

হাইতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন, চলছে ভাঙচুর-অগ্নিসংযোগ

আফ্রিকার দেশ হাইতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে নেমেছেন হাজার-হাজার মানুষ। সোমবার (৭ আগস্ট) রাজধানী পোর্ট অব প্রিন্সে ছড়ায় সহিংসতা। খবর আল জাজিরার।

সোমবার আন্দোলন চলাকালে সরকারি যানবাহনে অগ্নিসংযোগ করেন ক্ষুব্ধ হাইতিবাসী। বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় চালানো হয় ভাঙচুর। প্রধানমন্ত্রীর বাসভবন এবং সচিবালয় ঘেরাও করলে টিয়ারগ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করা হয় বিক্ষোভকারীদের।

দেশটির জনগণের অভিযোগ, অপরাধীদের দৌরাত্ম্যে জীবনযাপন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দেশে ধর্ষণ, ছিনতাই, অপহরণের মতো ঘটনা বেড়েছে। রাজধানীর ৮০ ভাগ এলাকাই এখন নিয়ন্ত্রণ করে অপরাধী চক্র। এ থেকে নিষ্কৃতি পেতে চান তারা।

২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোয়েজকে হত্যার পর থেকেই দেশটিতে এই ধরনের ভয়াবহতা বেড়েছে। জাতিসংঘের হিসাব অনুসারে, চলতি বছরের প্রথম তিন মাসেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কমপক্ষে ১৬০০ মানুষ। এ পরিস্থিতিতে দেশটিতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে নিরাপত্তা পরিষদ।

এসজেড/

Exit mobile version